হোম > সারা দেশ > জামালপুর

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে নেত্রীকে যৌন হয়রানির অভিযোগ

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি) শাখা ছাত্রলীগের আহ্বায়ক কাওসার আহমেদ স্বাধীনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন সতীর্থ এক নারী।

একই কমিটির যুগ্ম আহ্বায়ক গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ জানিয়েছেন। তবে ‘মিথ্যা ও বানোয়াট’ বলে অভিযোগ অস্বীকার করেছেন ওই ছাত্রলীগ নেতা। 

ওই ছাত্রলীগ নেত্রী আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে সেদিন একটি প্রোগ্রাম ছিল। প্রশাসনিক ভবনের সামনে দিয়ে ফটোকপির দোকানে যাচ্ছিলাম। এ সময় কাওসার আহমেদ স্বাধীন আমাকে অশ্লীল কথাবার্তা বলেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে লিখিত অভিযোগ দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘গত ৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে আমার গায়ে হাত তোলা হয়। পরে থানায় মামলা করতে গেলে পুলিশ ভিসিকে জানালে ভিসি আমাকে ফোন দিয়ে এনে সমঝোতা করে দেন। এরপর আরও অনেক ঘটনা ঘটেছে। সেসব নিয়ে আমি লিখিতভাবে অভিযোগ করিনি।’

তবে এ অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহ্বায়ক কাওসার আহমেদ স্বাধীন বলেন, ‘তিনি অভিযোগে যে সময় উল্লেখ করছেন, সেই দিন, সেই সময়, বিশ্ববিদ্যালয়ে ১৭ মে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের প্রোগ্রাম চলছিল। আমি, ভিসি স্যার, প্রভোস্টসহ অন্য শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থীরা ওই প্রোগ্রামে ছিলাম। আমি তাঁকে যৌন হয়রানি কেন করতে যাব। ৪-৫ দিনের মধ্যে তাঁর সঙ্গে আমার দেখাই হয়নি। তিনি আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করেছেন।’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বৃহস্পতিবার শেষ বেলায় অভিযোগটা পেয়েছি। রোববার অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বকশীগঞ্জের সাবেক মেয়র মতিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

মামলা ছাড়া পুলিশের হাতে আটক সাবেক ইউপি সদস্য, অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা