হোম > সারা দেশ > জামালপুর

মাদারগঞ্জে তিন সহোদরকে হত্যাচেষ্টার ঘটনায় মামলা

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় তিন সহোদরকে কুপিয়ে জখম ও হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে মাদারগঞ্জ মডেল থানায় একটি মামলা করা হয়েছে। সোমবার রাতে আহত মো. তৌহিদ ইসলামের স্ত্রী আছমা বেগম বাদী হয়ে মামলাটি করেন। 

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন তদন্তকারী কর্মকর্তা ও মাদারগঞ্জ মডেল থানার উপপরিদর্শক বাশার আহম্মেদ। মামলার আসামিরা হলেন মো. তরিকুল ইসলাম জোসনা (৫০) তাঁর ছেলে মো. সিয়াম (১৮), মো. ফরিদ মণ্ডল (৬০) এবং তাঁর ছেলে মো. রাশেদ (২২), মো. রাজিবুল (৩০)। 

মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তৌহিদের সঙ্গে তাঁর ভাই আসামি জোসনার জমি নিয়ে বিরোধ ছিল। গত রোববার সকালে তৌহিদ কর্মস্থল বালিজুড়ীর দিকে যাওয়ার সময় অভিযুক্তরা দা ও লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা চালান। পরে তৌহিদের অপর দুই ভাই পারুল ও বকুলের বাড়িতে গিয়ে তাঁদের ওপরও হামলা করেন অভিযুক্তরা। হামলায় তিন ভাইকেই জখম ও পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়া হয়। পরে আশপাশের লোকজনরা এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। 

বর্তমানে তৌহিদ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও তাঁর দুই ভাই পারুল ও বকুল জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। 

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হক বলেন, ‘গতকাল রাতে আহত মো. তৌহিদের স্ত্রী আছমা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আসামিরা পলাতক রয়েছে তাদের ধরতে চেষ্টা অব্যাহত রয়েছে।’

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত