হোম > সারা দেশ > জামালপুর

দলবদ্ধ ধর্ষণে গৃহবধূর মৃত্যু, সাবেক স্বামীসহ গ্রেপ্তার ৪

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ রোববার এ ঘটনায় জড়িত সন্দেহে সাবেক স্বামীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছর ওই উপজেলায় মাহিম ইসলামের (১৯) সঙ্গে বিয়ে হয় ভুক্তভোগী নারীর। বিয়ের পর থেকে যৌতুকের টাকার জন্য তাঁকে নির্যাতন করতেন। নির্যাতন সইতে না পেরে দেড় মাস আগে স্বামীকে তালাক দেন। গত ২৩ অক্টোবর গৃহবধূকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যান মাহিম। এক বাড়িতে পাঁচ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ করেন তিনি।

গত বৃহস্পতিবার বিকেলে ওই গৃহবধূ অসুস্থ হয়ে পড়লে মাহিম ও তাঁর সহযোগীরা রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে পরদিন জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় গৃহবধূর বাবা বাদী হয়ে আজ রোববার সাবেক স্বামীসহ ৯ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন। পুলিশ মাহিমসহ জয়নাল মিয়া (৪৫), সাকিব হোসেন (১৮) ও পল্লব হাসানকে (১৯) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। 

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবীর জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত