হোম > সারা দেশ > জামালপুর

মাদারগঞ্জে ১৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

প্রতিনিধি

মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ১৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল রোববার ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় মামলা করেছেন। এ মামলায় তিনজনকে আসামি করা হয়। 

 এ মামলার প্রধান আসামি উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ধলিরবন্দ এলাকার নজরুল ইসলামের ছেলে সুমন (২০)। বাকি দুজন হলেন এবাদুলের ছেলে এনামুল ও হাইমুদ্দিনের ছেলে জাকিরুল (২২)।

মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী মেয়েটি কড়ইচড়া ইউনিয়নের একজন দিনমজুরের মেয়ে। গত বৃহস্পতিবার রাতে মামলার প্রধান আসামি সুমন মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে জোর করে ধর্ষণ করেন। এ সময় মামলার দুই ও তিন নম্বর আসামি সুমনকে সহযোগিতা করেন। পরে তাঁরাও ধর্ষণের চেষ্টা করলে মেয়েটি তাঁদের হাত থেকে ছুটে বাড়িতে চলে আসে এবং অভিভাবকদের জানায়। এর ধারাবাহিকতায় ভুক্তভোগীর বাবা মামলা করেন।

এ প্রসঙ্গে মাদারগঞ্জ থানার ওসি মোহাম্মদ মাহবুবুল হক জানান, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিরা পলাতক থাকায় তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

মামলা ছাড়া পুলিশের হাতে আটক সাবেক ইউপি সদস্য, অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু