হোম > সারা দেশ > জামালপুর

দেওয়ানগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে নিহত ১, আহত ৭

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নবী আলম নামের এক ব্যক্তি নিহত ও সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ শনিবার সকালে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সবুজপুর গ্রামে এই হতাহতের ঘটনা ঘটে। 

নিহত নবী আলম (৫৫) সবুজপুর গ্রামের মৃত জুরান আলীর ছেলে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ১৩ শতাংশ আবাদি জমি নিয়ে নবী আলম ও একই গ্রামের আকমত হোসেনের সঙ্গে দীর্ঘদিন থেকে বিবাদ চলে আসছিল। ঘটনার দিন শনিবার সকালে নবী আলমের দখলে থাকা বিবাদপূর্ণ ওই ১৩ শতাংশ জমি আকমত হোসেন নিজের বলে দাবি করে ১০-১৫ জন লোক সঙ্গে নিয়ে জমি দখল নিতে যায়। এতেই দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন নবী আলম। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত নবী আলমের লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির। 

এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির আজকের পত্রিকাকে জানান, ইতিমধ্যে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুতই গ্রেপ্তার করা হবে। 

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সারের দাবিতে কৃষকদের বিক্ষোভ, সড়ক অবরোধ