হোম > সারা দেশ > জামালপুর

বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় বশেফমুবিপ্রবি শিক্ষক, ভিসির অভিনন্দন 

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

বিশ্বসেরা গবেষকদের নিয়ে প্রকাশিত এডি সায়েন্টিফিক ইনডেক্সে ২০২১ সালে বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় স্থান পেয়েছে জামালপুরে প্রতিষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাহমুদুল হাছান। 

সম্প্রতি বিশ্বের ২০৬ দেশের ১৩ হাজার ৫৩১টি বিশ্ববিদ্যালয়ের সাত লক্ষাধিক বিজ্ঞানীর সাইটেশন এবং অন্যান্য ইনডেক্সের ভিত্তিতে এই র‍্যাঙ্কিং প্রকাশ করেছে এডি সায়েন্টিফিক ইনডেক্স নামের আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা। 

ড. মাহমুদুল হাছান বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক। তাঁর গবেষণার আগ্রহ বিষয় হচ্ছে জীব-বৈচিত্র্য এবং মাছের পদ্ধতিগত বিবর্তন। র‍্যাঙ্কিংয়ে বিশ্বের ৭ লাখ ৮ হাজার ৪৮০ জনের নাম আসে। এর মধ্যে এশিয়ার ১ লাখ ৫৩ হাজার ২৬২ জন এবং বাংলাদেশের ১ হাজার ৭৯১ জন গবেষকের সংশ্লিষ্ট বিষয়ে চলতি বছরসহ গত ৫ বছরের সাইটেশন আমলে নেওয়া হয়। 

র‍্যাঙ্কিং অনুযায়ী, বাংলাদেশের গবেষক ও বিজ্ঞানীদের মধ্যে ড. মাহমুদুল হাছানের অবস্থান ১ হাজার ৪৩১ তম। আর এশিয়ায় এক লাখ ২০ হাজার ২৮৯ এবং বিশ্বে ৫ লাখ ১১ হাজার ৩২৬ তম অবস্থানে রয়েছেন তিনি। ড. মাহমুদুল হাছান বলেন, বিশ্বখ্যাত বিজ্ঞানী ও গবেষকদের মর্যাদাপূর্ণ তালিকায় স্থান পাওয়া বেশ গৌরবের। এতে বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ের নামটাও উজ্জ্বল হয়ে উঠেছে। 

এ দিকে সম্মানজনক এই তালিকায় জায়গা করে নেওয়ায় ড. মাহমুদুল হাছানকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ। শুভেচ্ছা জানিয়েছেন ট্রেজারার জনাব মোহাম্মদ আবদুল মান্নান। 

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সারের দাবিতে কৃষকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

মেলান্দহে কারখানায় গুলি, ককটেল বিস্ফোরণ

বকশীগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মনোনয়নবঞ্চিত কৃষক দল নেতা যোগ দিলেন ইসলামী আন্দোলনে

ঢাকায় গ্রেপ্তার নেতা-কর্মীদের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা যুবলীগ নেতার