হোম > সারা দেশ > জামালপুর

জামালপুরে গরম পানি ঢেলে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা

জামালপুর প্রতিনিধি

জামালপুরে যৌতুকের দাবিতে এক নারীকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্কুলশিক্ষক স্বামীর বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার রাতে ওই নারীর বড় বোন মৌসুমী আক্তার বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন। এদিকে নির্যাতনের শিকার নিশি আক্তারকে গত সোমবার জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামি ও স্কুলশিক্ষক আল-আমীনের বাবা আশেক আলীকে গ্রেপ্তার করে। জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির বিষয়টি নিশ্চিত করেন। 

আল-আমীন জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের মুল্লিকপুর গ্রামের আশেক আলীর ছেলে এবং শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। নিশি আক্তার মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের নাগেরপাড়া গ্রামের সৌদি আরব প্রবাসী আব্দুল মান্নানের মেয়ে। 

মামলা সূত্রে জানা যায়, আল-আমীনের সঙ্গে ১০ মাস আগে বিয়ে হয় নিশি আক্তারের। বিয়ের সময় নগদ ৫ লাখ টাকা, একটি মোটরসাইকেল, আসবাবপত্র ও মোবাইলসহ স্বর্ণালংকার যৌতুক দেওয়া হয়। গত তিন মাস ধরে শহরের গেইটপাড় এলাকায় একটি ভাড়া বাসায় থাকছেন স্বামী-স্ত্রী। এরপর থেকেই আল-আমীন আরও ৫ লাখ টাকার জন্য মারধর ও নির্যাতন শুরু করেন স্ত্রীকে। গত ১৯ ফেব্রুয়ারি আল-আমীন নিশিকে মারধর করার একপর্যায়ে গরম পানি শরীরে ঢেলে দেন। এতে তাঁর শরীর ঝলসে যায়। 

এ অবস্থায় নিশিকে ঘরে তালাবদ্ধ করে রেখে দেওয়া হয়। গত সোমবার অবস্থার অবনতি হলে শহরের একটি বেসরকারি হাসপাতালে রেখে আল-আমীন পালিয়ে যান। পরে নিশি মোবাইল ফোনে তাঁর পরিবারকে ঘটনা জানানোর পর তাঁরা এসে সোমবার জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। 

নিশি আক্তার বলেন, ‘সে প্রায় সময় মারধর করত। রান্নায় লবণ কম হলে মারত। ঘটনার দিন ৫ লাখ টাকার জন্য চাপ দিলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আমার গলা চেপে ধরে, মুখে গামছা গুঁজে মারপিট করে। পরে শরীরে গরম পানি ঢেলে দেয়।’ 

নিশির মা নার্গিস আক্তার বলেন, ‘বিয়ে দেওয়ার পর থেকে অনেক অত্যাচার করে। জোর করে বিয়ে করে। অনেক যৌতুক দিছি। ফার্নিচার, গাড়ি, গয়নাসহ সব দিছি। আমার মেয়েকে গরম পানি ঢাইলে পুইড়া দিছে। তাও আমি জানতাম না। মেয়ে ফোন দিছে, ছবি দিছে। আমি দৃষ্টান্তমূলক বিচার চাই।’ 

জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান সোহান বলেন, ‘মেয়েটির শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে। হাসপাতালে অনেক দেরিতে আসায় শরীরে আরও বেশি ক্ষতি হয়েছে। তবু আমরা সাধ্যমতো চিকিৎসাসেবা দিয়েছি।’ 

জামালপুর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবির বলেন, ‘এ ঘটনায় মেয়েটির বড় বোন বাদী হয়ে মঙ্গলবার রাতে জামালপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় সহকারী শিক্ষক আল-আমীনসহ পাঁচজনকে আসামি করা হয়েছে। ঘটনা শোনার পর থেকেই আমাদের অভিযান চলছে।’

ওসি বলেন, ‘মঙ্গলবার রাতে জামালপুর শহরের গেইটপাড় এলাকা থেকে আল-আমীনের বাবা আশেক আলীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া আল-আমীনকে গ্রেপ্তার করতে আমাদের অভিযান অব্যাহত আছে।’

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত