হোম > সারা দেশ > জামালপুর

জ্যান্ত প্রতীক নিয়ে হাজির সমর্থক

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

পছন্দের প্রার্থীর প্রতীক বক। তাই জীবন্ত বক নিয়ে জামালপুরের ইসলামপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটকেন্দ্রে হাজির হয়েছিলেন এক যুবক। আজ রোববার দুপুরে এমন অদ্ভুত কাণ্ডই দেখা গেছে উপজেলার পলবান্দা ইউনিয়নের বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে। 

পলবান্ধা ইউনিয়নের ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে বক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন শিলা বেগম। 

বন্যপ্রাণী শিকার করা নিষেধ হলেও জীবন্ত বক ধরে সেটি হাতে নিয়ে ভোটকেন্দ্রে আসা ওই ব্যক্তি ভোটও চাচ্ছেন ভোটারদের কাছে। তাঁকে ঘিরে ভিড় করতে দেখা গেছে অনেক ভোটারকেই। 

ভোটকেন্দ্রে বক নিয়ে আসা নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি বলেন, পছন্দের প্রার্থীর প্রতীক বক। তাই হাতে জীবন্ত বক আর ওই প্রার্থীর পোস্টার নিয়ে ভোটকেন্দ্রে এসেছি। আশা রাখি, জীবন্ত বক দেখে বক প্রতীককেই বিজয় করবেন ভোটারেরা।

ভোটকেন্দ্রে ভোট দিতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন, ভোটকেন্দ্রে জীবন্ত বক দেখে ভালোই লেগেছে।

উপজেলার ৬টি ইউনিয়নে আজ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে শুরু হয়েছে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‍্যাব, আনসার, বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছে। 

৬টি ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে ৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।  

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সারের দাবিতে কৃষকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

মেলান্দহে কারখানায় গুলি, ককটেল বিস্ফোরণ

বকশীগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মনোনয়নবঞ্চিত কৃষক দল নেতা যোগ দিলেন ইসলামী আন্দোলনে

ঢাকায় গ্রেপ্তার নেতা-কর্মীদের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা যুবলীগ নেতার