জামালপুরের দেওয়ানগঞ্জে মানসিক ভারসাম্যহীন ১০ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে পৌর শহরের ফকির পাড়ার নিজ বাড়ি থেকে অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের নাম চয়ন উদ্দিন চৈতে। তিনি ওই এলাকার মৃত আরমাল সর্দারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে চৈতে মিয়া প্রতিবেশী ওই শিশুটিকে নানা ভাবে উত্ত্যক্ত করে আসছিল। মঙ্গলবার সকালে চৈতে মিয়া শিশুটিকে নানান প্রলোভন দেখিয়ে বাড়ির পাশে আখ খেতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। লোকজন এগিয়ে এলে চৈতে মিয়া পালিয়ে যায়। শিশুর বাবা দেওয়ানগঞ্জ মডেল থানা-পুলিশকে ঘটনাটি জানান। পুলিশ খবর পেয়ে অভিযুক্ত চয়ন উদ্দিন চৈতেকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।