হোম > সারা দেশ > জামালপুর

বকশীগঞ্জে সমন্বয়ক পরিচয়ে ছাত্রলীগ নেতা আটক

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি 

আটক মাহফুজ রহমান। ছবি: সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জে একটি উঠান বৈঠকে সমন্বয়ক পরিচয় দিতে গিয়ে ছাত্র-জনতার কাছে আটক হয়েছেন ছাত্রলীগের এক নেতা। পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। গতকাল রোববার রাতে বকশীগঞ্জের পৌর এলাকার মালিরচর নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটক মাহফুজ রহমান বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য। সেই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখার সদস্য পদও পেয়েছেন তিনি।

স্থানীয়রা জানান, রাতে একটি মাদকবিরোধী উঠান বৈঠকে অনুষ্ঠিত হয় বকশীগঞ্জের পৌর এলাকার মালিরচর নয়াপাড়া এলাকায়। সেখানে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। বৈঠকে এসে মাহফুজ রহমান সমন্বয়ক পরিচয় দিয়ে কথা বলেন। পরে তাঁকে চিনতে পেরে মোবাইলসহ বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদে তিনি ছাত্রলীগের কর্মী বলে জানান। এ সময় পুলিশের কাছে সোপর্দ করা হয় তাকে।

ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, ‘স্থানীয়দের একটি উঠান বৈঠক ছিল। সেখানে ছাত্র-জনতার সঙ্গে সেও প্রবেশ করে। পরে ছাত্র-জনতাই তাকে চিহ্নিত করে আমাদের কাছে সোপর্দ করে। এ ঘটনায় আমরা প্রাথমিক তদন্তে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা পেয়েছি। এ ছাড়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়কের সঙ্গে কথা বলার প্রমাণ পেয়েছি। তাকে আটক করা হয়েছে। বাকি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখা কমিটির আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস বলেন, যে বিষয়টি তদন্ত করা হচ্ছে, সম্পৃক্ততা আছে কি না, খোঁজ নিয়ে খতিয়ে দেখা হচ্ছে।

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সারের দাবিতে কৃষকদের বিক্ষোভ, সড়ক অবরোধ