হোম > সারা দেশ > জামালপুর

১৩ মাস পর যমুনায় সার উৎপাদন শুরু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

যমুনা সার কারখানা। ছবি: আজকের পত্রিকা

গ্যাস সংকট কাটিয়ে ১৩ মাস পর গত রোববার রাত থেকে উৎপাদনে ফিরেছে জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দির যমুনা সার কারখানা। যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আ স ম মোসলে উদ্দিন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।

কারখানা সূত্রে জানা গেছে, উপজেলার পোগলদিগা ইউনিয়নের তারাকান্দিতে ১৯৯০ সালে বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থার (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন কেপিআই-১ মানসম্পন্ন যমুনা সার কারখানা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার শুরুতে দৈনিক উৎপাদন ক্ষমতা ছিল ১ হাজার ৭০০ মেট্রিকটন। নিরবচ্ছিন্ন উৎপাদনের জন্য দৈনিক ৪২-৪৩ পিএসআই চাপে গ্যাসের প্রয়োজন হয়। গ্যাসের চাপ স্বল্পতা আর বিভিন্ন যান্ত্রিক ত্রুটির কারণে সার উৎপাদন কমে গিয়ে ১ হাজার ২০০ মেট্রিকটনে এসে দাঁড়িয়েছে।

গত বছর ১৫ জানুয়ারির পর থেকে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি যমুনায় গ্যাসের চাপ আরও কমিয়ে দেয়। এ কারণে যমুনায় সার উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। টানা ১৩ মাস পর গত ১৩ ফেব্রুয়ারি থেকে গ্যাসের চাপ পুনরায় বৃদ্ধি করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। শুরু হয় সার উৎপাদনের প্রাথমিক কার্যক্রম। একই সঙ্গে চলে বিভিন্ন যন্ত্রাংশের মেরামত কাজ। এভাবে কয়েকটি ধাপ পেরিয়ে গত রোববার রাতে উৎপাদনে ফিরে যমুনা সার কারখানা।

কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক মোসলে উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে কারখানাটিতে গ্যাস সংকটে সার উৎপাদন বন্ধ ছিল। গত ১৩ ফেব্রুয়ারি পুনরায় গ্যাস সরবরাহ দেয় তিতাস কর্তৃপক্ষ। সকল কার্যক্রম শেষে রোববার রাতে সার উৎপাদন শুরু হয়।

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত