হোম > সারা দেশ > জামালপুর

‘কুকুর হতে সাবধান, তেমনি বাংলাদেশের মানুষকে বলি—তারেক রহমান হতে সাবধান’ 

জামালপুর প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বড়লোকেরা বাড়িতে বিদেশি কুকুর পালন করেন, সেই বাড়ির গেটে লেখা থাকে, কুকুর হতে সাবধান তেমনি বাংলাদেশের মানুষকে বলি, তারেক রহমান হইতে সাবধান।’ আজ সোমবার জামালপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। 

প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ‘কারবালার ময়দানেও নারী-শিশু হত্যা হয়নি। ১৯৭৫ সালে ১৫ আগস্ট সেই কালো রাতে নারী, অবুঝ শিশু ও অন্তঃসত্ত্বা মহিলাকেও হত্যা করা হয়েছে। বিশ্বাসঘাতকতার রক্ত ঝরেছে। যেসব বড়লোকেরা বাড়িতে বিদেশি কুকুর পালন করেন, সেসব বাড়ির গেটে লেখা থাকে—কুকুর হতে সাবধান তেমনি বাংলাদেশের মানুষকে বলি, তারেক রহমান হতে সাবধান।’ 

ওবায়দুল কাদের আরও বলেছেন, ‘১০ তারিখে (ডিসেম্বর) আমরা বাধা দিতে চাই না। বিএনপি সমাবেশ করুক শান্তিপূর্ণ পরিবেশে—এটাই আমরা চাই। তবে আগুন আর লাঠি নিয়ে আসলে খেলা হবে। আপনারা আগুন আর লাঠি নিয়ে আসলে আমাদের নেতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ চুষবেন—এটা হবে না।’

এদিকে, আজ সোমবার সকালে জামালপুর জিলা স্কুল মাঠে আয়োজিত জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এই কমিটি ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। 

কমিটিতে সভাপতি হিসেবে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ্। সভাপতি পদে নতুনত্ব না থাকলেও সাধারণ সম্পাদক পদে এসেছে পরিবর্তন। ফারুক আহমেদ চৌধুরীর জায়গায় নতুন সাধারণ সম্পাদক হয়েছেন বিজন কুমার চন্দ। নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ চৌধুরীকে। 

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক আহমেদ চৌধুরীর সঞ্চলনায় সম্মেলনে বিশেষ অতিথি বক্তব্য দেন—আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ. ফ. ম. বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক বাবু অসীম কুমার উকিল, সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি, জামালপুর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, জামালপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম হোসনে আরা। 

মামলা ছাড়া পুলিশের হাতে আটক সাবেক ইউপি সদস্য, অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু