জামালপুরে মেলান্দহে উপজেলায় গাছের নিচে চাপা পড়ে আব্দুল মালেক (৭২) নামের এক গাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মেলান্দহ পৌরসভার নলবাড়ী এলাকায় গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়েন তিনি।
আব্দুল মালেক পৌরসভার উত্তর আদিপৈত গোয়ালপাড়া এলাকার মৃত মনু মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মালেক দীর্ঘদিন ধরে গাছ ও কাঠের ব্যবসা করেন। শুক্রবার বিকেলে পৌরসভার নলবাড়ী এলাকায় তিনিসহ তিনজন গাছকাটা শ্রমিক নিয়ে মেহগনি গাছ কাটতে যান। কাজ শেষ হতে সন্ধ্যা হয়ে যায়। তখন একটি গাছ কাটা প্রায় শেষ। কতখানি আর বাকি আছে সেটি দেখতে কাছাকাছি যান আব্দুল মালেক। এ সময় গাছটি হেলে তাঁর দিকে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘গাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়ে আব্দুল মালেক নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।’