হোম > সারা দেশ > জামালপুর

স্বেচ্ছাসেবক দল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি    

তানজিল টুটুল। ছবি; সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের এক নেতার ইয়াবা সেবনের দুটি ভিডিও ভাইরাল হয়েছে। এগুলো আজ শনিবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যা নিয়ে পরে শুরু হয় সমালোচনা।

ওই নেতার নাম তানজিল টুটুল। তিনি বাট্টাজোড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও মধ্য পলাশতলা গ্রামের বাসিন্দা। ভিডিওতে দেখা গেছে, একটি ঘরে বিছানার ওপর লুঙ্গি ও গেঞ্জি পরে একজন ইয়াবা সেবন করছেন। দাবি করা হচ্ছে, ভিডিওর ওই ব্যক্তি টুটুল।

এ বিষয়ে জানতে চাইলে টুটুল বলেন, ‘এটা সত্যিকার অর্থে আমি না। আমি দুইটা ভিডিও দেখেছি। ভিডিওগুলো এক সাইড থেকে নেওয়া। আমার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে। আমি কোনো নেশার সঙ্গে জড়িত ছিলাম না। আমি নেশামুক্ত দেশ, জাতি ও বকশীগঞ্জ চাই।’

বিগত সরকারের সময় অনেক নির্যাতনের শিকার হয়েছেন জানিয়ে এই নেতা বলেন, ‘আমি বিএনপির দুঃসময়ে সামনের কাতারে ছিলাম। মামলার আসামি ছিলাম, জেল খেটেছি।’

যোগাযোগ করা হলে বকশীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলন বলেন, ‘ভিডিওগুলো দেখার সঙ্গে সঙ্গে আমরা টুটুলকে জিজ্ঞাসা করেছিলাম। প্রথমে অস্বীকার করলেও পরে জানায় যে এগুলো ১০ বছর আগের। কয়েক দিন পরে আমাদের বকশীগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিল। এটা নিয়ে ব্যস্ত আছি। কাউন্সিল শেষ হলেই প্রয়োজনীয় দলীয় ব্যবস্থা নেব।’

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত