হোম > সারা দেশ > জামালপুর

আদালতে ‘মৃত’ উল্লেখ করা হত্যা মামলার আসামি গ্রেপ্তার

জামালপুর ও ইসলামপুর প্রতিনিধি

জামালপুরে স্ত্রী হত্যার মামলায় আদালতে মৃত উল্লেখ করা এক আসামিকে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানা-পুলিশ। আজ বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার সীমান্তরর্তী চরাঞ্চলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ রাত সাড়ে ৮টার দিকে জামালপুরের পুলিশ সুপার (এসপি) কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে একথা জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ের এসপি মো. কামরুজ্জামান বলেন, ইসলামপুর উপজেলার মুন্নিয়ারচর গ্রামের মো. বাচ্চু ফকিরের ছেলে মো. ওসমান আলী ২০১২ সালের ১৯ আগস্ট কথা-কাটাকাটির জেরে স্ত্রী লাকীকে ধারালো ছুরি দিয়ে পেটে আঘাত করে। এতে ঘটনাস্থলেই লাকীর মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের বাবা আ. রহিম বক্স বাদী হয়ে গত ২১ আগস্ট ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ মামলার তদন্তে শেষে ২০১৩ সালে ১০ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন। আসামিপক্ষ থেকে ২০১৭ সালের ১০ এপ্রিল আদালতে কিডনি রোগে ওসমান আলীর মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়। কিন্তু এলাকায় তাঁর মৃত্যু নিয়ে নানা গুঞ্জন শুরু হয়।

পরে পুলিশ দীর্ঘ ৬ বছর ধরে আসামির মৃত্যুর বিষয়ে এলাকা থেকে নানা তথ্য সংগ্রহ করে। পুলিশ বিষয়টি আমলে নিয়ে তার অবস্থান শনাক্তের পর বিভিন্ন মাধ্যম ও তথ্য প্রযুক্তি সহায়তায় তাকে গ্রেপ্তার করে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, ‘স্ত্রীকে হত্যার পর সাজার ভয়ে টানা ৬ বছর মারা যাওয়ার নাটক করে আসছিল আসামি ওসমান। অবশেষে গ্রেপ্তারি পরোয়ানা মূলে ওসমানকে রাতে আদালতে হাজির করলে সংশ্লিষ্ট বিচারক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।’

আসামি ওসমানের মৃত্যু হয়েছে মর্মে মৃত্যু সনদপত্র প্রদান করা হয়েছে কি না জানতে বেলগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মালেকের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ করেননি।

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত