জামালপুরের মাদারগঞ্জে স্পিরিট পানে দুজনের মৃত্যু হয়েছে। এতে আরও দুজন অসুস্থ হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই এলাকার আমিনুর শেখের ছেলে ইমরান (৩৫) ও বালিজুড়ী পশ্চিমপাড়া এলাকার আইন সুনারুর ছেলে হাফিজুর রহমান (৭০)। তিনি তেঘরিয়া এলাকায় শ্বশুরবাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন। এ ঘটনায় অসুস্থরা হলেন তেঘরিয়া এলাকার আব্দুর রশীদের ছেলে ওবায়দুর (৩২) ও ময়না রবিদাসের ছেলে রবিন্দ্র চন্দ রবিদাস (৩২)।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১২টার দিকে ইমরান ও হাফিজুর রহমান গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনেরা তাঁদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের নেওয়ার পথেই তাঁদের মৃত্যু হয়।
চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল আলম সরদার বলেন, নিহত ও অসুস্থরা গতকাল তেঘরিয়া বাজারের একটি ফার্মেসি থেকে স্পিরিট কিনে পান করেন। এরপর গুরুতর অসুস্থ হয়ে পড়েন তাঁরা। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়। এ ঘটনায় ঘটনাস্থল থেকে ‘বোরাক্স কিউ’ নামে একটি হোমিও প্যাথিক খালি বোতল উদ্ধার করেছে পুলিশ।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।