জামালপুরের সরিষাবাড়ীতে বজ্রপাতে শাকিল মিয়া (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল শুয়াকৈর জমশের আলী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
কামরাবাদ ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে শাকিল। আজ শুক্রবার সকালে বৃষ্টিতে ভিজে সে বাড়ির পাশের বিলে জাল দিয়ে মাছ ধরতে যায়। এ সময় হঠাৎ বজ্রপাতে ভয় পেয়ে সে পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কামরাবাদ ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সাংবাদিকদের বলেন, শাকিল বৃষ্টির মধ্যে বাড়ির পাশের বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আহত হয়। পরে তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মেহেদী হাসান জানান, আজ শুক্রবার সকালে শাকিল নামে এক শিক্ষার্থীকে তার পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে আসে। তবে হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।