হোম > সারা দেশ > জামালপুর

ইসলামপুরে সড়কের পাশে আবর্জনার স্তূপ, নাক চেপে যাতায়াত পথচারীর

এম কে দোলন বিশ্বাস, ইসলামপুর (জামালপুর) 

জামালপুরের ইসলামপুর পৌরসভার পুরোনো পাথরঘাটা এলাকায় বাইপাস রোডের পাশে ফেলা হচ্ছে আবর্জনা। পৌর কর্তৃপক্ষের রাখা আবর্জনার স্তূপ দিনে দিনে বড় হচ্ছে। এতে দুর্গন্ধ ছড়ানোয় নাক চেপে সড়কে যাতায়াত করছেন পথচারী। 

খোদ পৌর এলাকায় অনেক পরিমাণের আবর্জনা দেখে হতবাক হচ্ছেন স্থানীয় সচেতন মহলসহ পথচারী। আবর্জনা কয়েক বছর ধরে রাখা হলেও সম্প্রতি স্তূপের আকার বাড়তে থাকায় বিষয়টি স্থানীয়দের মধ্যে আলোচনা হচ্ছে। পৌর মেয়র বলছেন, ‘শিগগিরই সমস্যা সমাধান করা হবে।’ স্থানীয় লোকজন জানান, শিগগিরই আবর্জনা অপসারণ করা না হলে সড়কে যাতায়াতে সমস্যা বাড়বে। 

পৌরসভা কার্যালয় থেকে জানা গেছে, অনেক দিন ধরে পাটনীপাড়া পাথরঘাটা এলাকায় বাইপাস রোডের পাশে আবর্জনা ফেলে আসছে পৌর কর্তৃপক্ষ। এর আগে ট্রাকে করে আবর্জনা ফেলা হতো ব্রহ্মপুত্র নদে। অনেক দিন ধরে পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন গাড়িতে করে আবর্জনা ফেলা হচ্ছে ওই সড়কের পাশে। 

সরেজমিনে দেখা গেছে, জামালপুর-দেওয়ানগঞ্জ বাইপাস সড়কের পাশে পাটনীপাড়া পাথরঘাঁটি এলাকায় স্তূপ হয়ে আছে আবর্জনা। প্রতিদিনই পৌর শহরবাসীর বিভিন্ন স্থানে ফেলানো মিশ্রিত আবর্জনার ওই স্তূপের আকার বাড়ছে। বৃষ্টির পানিতে আবর্জনার পচন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছে সড়কের আশপাশের এলাকাজুড়ে। আবর্জনার দুর্গন্ধে সড়কে যাতায়াতে পথচারীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। দিনরাত সড়কে যাতায়াত করে হাজার হাজার যানবাহন এবং পথচারী। আবর্জনার দুর্গন্ধে এড়াতে পাথচারী নাক চেপে ধরে সড়কে যাতায়াত করেন। 

পাটনীপাড়া এলাকার বাসিন্দা কৃষক আকবর আলী বলেন, ‘আবর্জনার দুর্গন্ধে সড়কে যাতায়াতে দুর্ভোগের শিকার হওয়াসহ বসতবাড়িতেও থাকা যাচ্ছে না। বাতাস বইয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বেড়ে যায় দুর্গন্ধের মাত্রা। শিগগিরই আবর্জনা অপসারণ করা না হলে আরও সমস্যা হবে।’ 

পৌর শহরের ধর্মকুড়া এলাকার কলেজ শিক্ষার্থী রাসেল মিয়া ও পারভীন আক্তার এবং ব্যবসায়ী সোহেল মিয়া বলেন, ‘আশপাশের এলাকাজুড়ে আবর্জনা দুর্গন্ধ ছড়াচ্ছে। বিশেষ করে পূর্ব দিকে থেকে বাতাস বইলে দুর্গন্ধের মাত্রা বেড়ে যায়। এতে বসবাস করা কষ্ট হচ্ছে।’ 

স্থানীয় মানুষের দুর্ভোগ হওয়ায় আবর্জনা দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়া প্রয়োজন বলে জানান স্থানীয় স্বেচ্ছাসেবী দরিয়াবাদ সেবা সংগঠনের সভাপতি মো. সাজু মিয়া। 

পৌর মেয়র আব্দুল কাদের সেখ বলেন, ‘বাইপাস সড়ক থেকে আবর্জনার স্তূপ সরিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পৌর শহরের আবর্জনা নির্ধারিত জায়গায় রাখতে ইতিমধ্যে জমি বন্দোবস্ত করা হয়েছে। আশা রাখি, খুব দ্রুতই সমস্যা সমাধান হয়ে যাবে।’

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত