হোম > সারা দেশ > জামালপুর

ধর্ম প্রতিমন্ত্রীর পর এবার ভোট গ্রহণের গোপন কক্ষের ভিডিও করে ছাত্রলীগ নেতার পোস্ট

জামালপুর প্রতিনিধি

জামালপুরে ধর্ম প্রতিমন্ত্রীর পর এবার নিজের ভোট গোপন কক্ষে দিয়ে সেই ভিডিও এবং ছবি ফেসবুকে দিয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করীম রাব্বি। সেই ভিডিও তিনি তাঁর ব্যক্তিগত ফেসবুকে আইডিতে পোস্ট দিয়েছেন। 

আজ বুধবার বেলা ১১টার দিকে জামালপুর পৌর শহরের জরিনা মিয়ার উদ্দিন ও জগবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। এ সময় তাঁর সঙ্গে দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন। 

কেন্দ্রে গিয়ে গোপন কক্ষে ভোট দিয়ে সেটি ভিডিও ধারণ করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করীম রাব্বি। তিনি পৌর শহরের স্টেশন রোডের বাগান বাড়ি এলাকার বাসিন্দা। 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ভোটার বলেন, ছাত্রলীগ নেতা নাফিউল করীম রাব্বি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন। এরপর তিনি ইভিএম মেশিনে আঙুলের ছাপ দিয়ে গোপন কক্ষে যান। তাঁর সঙ্গে থাকা একজনকে দিয়ে ভিডিও এবং ছবি ধারণ করেন। পরে সেই ভিডিও এবং ছবি তাঁর ব্যক্তিগত ফেসবুকে আইডিতে পোস্ট দেন।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করীম রাব্বি বলেন, ‘আইডিটা অ্যাডমিন দিয়ে চালানো হয়। সে ভুলবশত ফেসবুকে পোস্ট দিয়েছে। পরে এটা আমার নজরে আসায় সরিয়ে নেওয়া হয়েছে।’ 

জরিনা মিয়ার উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা মো. হুমায়ুন কবীর বলেন, ‘গোপন কক্ষের মধ্যে ফোন নিয়ে যাওয়া ও ছবি তুলা আইন বিরোধী কাজ। বিষয়টি আমার নজরে আসেনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’ 

জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার বলেন, ‘ভোট কেন্দ্রের গোপন বুথে প্রকাশ্যে ভোট দেওয়ার ছবি তুলা বেআইনি। বিষয়টি কেউ আমাদের অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ নেওয়া হবে।’ 

এ নির্বাচনে সদর উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৬৯টি ভোট কেন্দ্রে ১ হাজার ৪১০টি ভোট কক্ষে সকাল ৮ থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে ২ লাখ ৬৯ হাজার ৮৭০ জন পুরুষ ভোটার ও ২ লাখ ৮১ হাজার ৫৭৮ জন নারী ভোটার রয়েছেন। তবে এ নির্বাচনে ১৬৯টি ভোট কেন্দ্রের মধ্যে ১৫৪টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে প্রশাসন। 

এসব কেন্দ্রের নিরাপত্তার জন্য ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১ হাজার ২২ জন পুলিশ, ৩ হাজার ৪০৬ জন আনসার এ ছাড়াও বিজিবি ও র‍্যাবের সমন্বয়ে চার স্তরের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত