হোম > সারা দেশ > জামালপুর

৭৫ দিন পর অপহৃত স্কুলছাত্রকে উদ্ধার করল সেনাবাহিনী

জামালপুর প্রতিনিধি 

সরিষাবাড়ি থেকে অপহরণের ৭৫ দিন পর রাজধানীর একটি মাদক নিরাময় কেন্দ্র থেকে নুহাশ আজিজ নামের স্কুলছাত্রকে উদ্ধারের পর তার পরিবারের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। ছবি: আজকের পত্রিকা

জামালপুরের সরিষাবাড়ী থেকে অপহরণের ৭৫ দিন পর রাজধানীর একটি মাদক নিরাময় কেন্দ্র থেকে নুহাশ আজিজ নামের এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার (১০ জুন) ঢাকার একটি নিরাময় কেন্দ্র থেকে তাকে উদ্ধার করেন জামালপুরের সরিষাবাড়ি উপজেলার তারাকান্দি অস্থায়ী সেনা শিবিরের সদস্যরা। পরে রাতেই স্কুলছাত্র নুহাশ আজিজকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এই অভিযানে নেতৃত্ব দেন অস্থায়ী সেনাশিবিরের ২৬ নম্বর বাংলাদেশ পদাতিক বাহিনীর কর্মকর্তা শাহরিয়ার তালুকদার রিফাত।

সেনা শিবির সূত্রে জানা গেছে, গত ২৬ মার্চ সাইদা দিল আফরোজ ও তার জামাতা লিটন অধিকারী কৌশলে ঢাকার উত্তরার কামারপাড়ার একটি ভাড়া বাসা থেকে নবম শ্রেণির ছাত্র নুহাশ আজিজকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের করেন। এরপর তাকে অপহরণ করে ‘মাদকাসক্ত’ দেখিয়ে ঢাকার গ্রীন লাইফ মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করে রাখেন।

নিখোঁজের পর পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো খোঁজ পাননি। পরে ছাত্রটির মা শামীমা আফরোজ ঢাকার উত্তরা পশ্চিম থানায় এবং টাঙ্গাইল সদর থানায় পৃথক অভিযোগ করেন। দীর্ঘদিনেও সন্ধান না পাওয়ায় তিনি জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দি অস্থায়ী সেনা শিবিরে একটি লিখিত অভিযোগ দেন।

পরে সেনাবাহিনীর গোপন তথ্যের ভিত্তিতে অপহৃত ছাত্রের অবস্থান শনাক্ত করে উদ্ধার অভিযান চালানো হয়। পরিবার ও সেনাবাহিনীর সহায়তায় গ্রীন লাইফ মাদক নিরাময় কেন্দ্র থেকে তাকে উদ্ধার করা হয়। এরপর রাতেই তাকে তারাকান্দি সেনা শিবিরে নেওয়া হয় এবং পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

লেফটেন্যান্ট শাহরিয়ার তালুকদার রিফাত বলেন, ‘অপহরণের অভিযোগ পেয়ে আমরা দ্রুত অভিযান চালাই। গোপন তথ্যের ভিত্তিতে অবস্থান নিশ্চিত করে উদ্ধার করেছি এবং নিরাপদে পরিবারের কাছে পৌঁছে দিয়েছি।’

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সারের দাবিতে কৃষকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

মেলান্দহে কারখানায় গুলি, ককটেল বিস্ফোরণ

বকশীগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মনোনয়নবঞ্চিত কৃষক দল নেতা যোগ দিলেন ইসলামী আন্দোলনে

ঢাকায় গ্রেপ্তার নেতা-কর্মীদের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা যুবলীগ নেতার

ফেসবুকে সরব আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতারা

বকশীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে গৃহবধূর মৃত্যু

জামালপুরে নদীতে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু, নিখোঁজ ২

ইসলামপুরে বিএনপিতে কোন্দল: যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের পৃথক শোভাযাত্রা