হোম > সারা দেশ > জামালপুর

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৫৩ প্রাথমিক বিদ্যালয়

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে ১৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫৩ টির প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। বদলি, অবসর গ্রহণ, মৃত্যু, পদত্যাগ, সৃষ্ট পদ ও মামলার কারণে পদগুলো শূন্য হয়ে পড়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহীদা ইয়াসমিন। 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় জানায়, উপজেলায় ১৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে করগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেঙ্গুয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাউসী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাড়াডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ২৭টি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অবসর নিয়েছেন। 

অপরদিকে গোয়ালবাথান সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর বাঙ্গালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঁশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ১৪টি প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে মামলা রয়েছে। 

এদিকে চর হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দামোদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর বলারদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদলী হয়ে অন্য প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন। 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের তথ্য মতে, জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদত্যাগ করায় এ প্রতিষ্ঠানেরও পদটি শূন্য হয়ে পড়েছে। মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মৃত্যু হওয়ায় চারটি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের পদে শূন্য রয়েছে। 

এ ছাড়া বালিয়ামেন্দা প্রকাশ মীর কুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুইঞ্চা রাবেয়া কাজেম সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ নলসোন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম নলসোন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ সৃষ্ট হওয়ায় সেগুলোও শূন্য রয়েছে। 

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহীদা ইয়াসমিন বলেন, ‘শিক্ষকদের বদলি, অবসর গ্রহণ, মৃত্যু, পদত্যাগ, মামলা ও সৃষ্ট পদের কারণে পদগুলো শূন্য হয়ে পড়ে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। শিগগিরই শূন্য পদ পূরণ করা হবে।’ 

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত