হোম > সারা দেশ > জামালপুর

গরম পানির পাতিলে পড়ে দগ্ধ শিশু মারা গেল ৫ দিন পর

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

ইফতারে খিচুড়ি রান্নার জন্য প্রস্তুতি হিসেবে পানি গরম করা হয়েছিল। এর পাশেই খেলছিল সাড়ে তিন বছরে শিশু মো. আদনান হাবিব। খেলার একপর্যায়ে গরম পানির পাতিলে পড়ে যায় সে। পাঁচ দিন চিকিৎসাধীন থেকে গতকাল বুধবার ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। 

নিহত আদনান হাবিব ওই এলাকার মো. লেমন মিয়ার ছেলে। ১৫ মার্চ বিকেলে জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের পশ্চিম ঘোষেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, চতুর্থ রোজায় মসজিদে ইফতার দেওয়ার জন্য খিচুড়ি রান্না করছিলেন পরিবারের সদস্যরা। খিচুড়ি রান্নার জন্য গরম পানি করে রাখা ছিল পাতিলে। পাশেই আদনান হাবিবসহ কয়েকজন শিশু খেলছিল। একপর্যায়ে আদনান পাতিলের ওপর পড়ে যায়। এতে শরীরের বেশির ভাগ অংশ পুড়ে যাই।

পরে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। সেখান থেকে ঢাকায় পাঠানো হয়। পরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আদনানের দাফন সম্পন্ন হয়। 

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (রাজু) আহমেদ বলেন, খেলতে গিয়ে গরম পানিতে পড়ে আহত হয়েছিল। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মৃত্যু হয়।

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত