হোম > সারা দেশ > জামালপুর

রাতে নিখোঁজ, সকালে হাত-পা বাঁধা অবস্থায় জীবিত উদ্ধার হলেন তিনি

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহে মো. জহুরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে আজ শনিবার সকালে যমুনা নদীর চরে হাত-পা বাঁধা অবস্থায় জীবিত উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার নাংলা ইউনিয়নের নলকুড়ি এলাকার বাসিন্দা। তবে গতকাল রাত থেকে নিখোঁজ ছিলেন বলে দাবি তাঁর পরিবারের সদস্যদের। আজ সকাল ৬টা দিকে পাশের ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের উলিয়া এলাকার যমুনারচর থেকে তাঁকে উদ্ধার করে স্থানীয়রা। তিনি এখন জামালপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জহুরুল ইসলাম ঢাকায় ব্যবসা করেন। গতকাল শুক্রবার বিকেলে ঢাকা থেকে বাড়ি আসেন। এরপর সন্ধ্যায় তাঁর বাড়ির পাশেই এক বোনের বাড়ি ঘুরতে যান। রাতের খাবার খেয়ে রাত ১০টা দিকে সেখান থেকে নলকুড়ি নতুন বাজারে যান তিনি। এরপর থেকেই তিনি নিখোঁজ। আজ সকালে পাশের উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের যমুনার চরে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখেন এক জেলে। 

মো. জহুরুল ইসলামের বাবা মানিক মন্ডল বলেন, ‘প্রতিবেশী মুক্তা ও করিমদের সঙ্গে আমাদের জমি নিয়ে মামলা চলছে। কয়েক দিন আগে তাঁরা মেরে ফেলার হুমকিও দিয়েছে আমেদের। ঠিক তাঁর এক সপ্তাহ পরেই এই ঘটনা ঘটল। জমি নিয়ে বিরোধের জেরেই হয়তো তাঁরা আমার ছেলেকে রাতে বাজার থেকে তুলে যায় যমুনার চরে। হয়তো মেরেই ফেলত তাঁকে।’ 

নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য সুরুজ্জামান বলেন, ‘আজ সকাল ৬টার দিকে বাড়িতে কয়েক জন এসে খবর দেন যমুনার চরে একজন হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় পড়ে আছেন। পরে মুখ ও হাত-পায়ের বাঁধন খুলে দেখি একটু করে নিশ্বাস নিচ্ছেন। পরে উদ্ধার করে তাঁকে বাড়ি নিয়ে আসি। এর মধ্যে খবর পেয়ে তাঁর পরিবারের লোকজন আমার বাড়ি আসেন। এরপর তাঁরা তাঁকে হাসপাতালে ভর্তি করেন।’ 

এ নিয়ে জানতে চাইলে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান বলেন, ‘এ বিষয়ে আমি এখনো কিছু জানি না। বিষয়টি আপনার কাছেই প্রথম শুনলাম।’

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত