হোম > সারা দেশ > জামালপুর

মোটরসাইকেল কিনে না দেওয়ায় গায়ে আগুন, চিকিৎসাধীন কলেজশিক্ষার্থীর মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে মোটরসাইকেল কিনে না দেওয়ায় নাছিম উদ্দিন (১৭) নামে এক কলেজশিক্ষার্থী তার শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। গুরুতর আহত অবস্থায় গতকাল শনিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

আজ রোববার বিকেলে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। উপজেলার আওনা ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

নাছিম উদ্দিন উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশ বাজার এলাকার জয়নাল আবেদীনের ছেলে নাছিম উদ্দিন। সে আওনা দৌলতপুর কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাবা জয়নাল আবেদীনের কাছে একটি মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য বায়না করে আসছিল নাছিম। গত ২৪ মার্চ (শুক্রবার) সে তার বাবাকে মোটরসাইকেল কিনে দিতে দুই দিনের সময় বেঁধে দেয়। দুই দিন অতিবাহিত হলে গত ২৬ মার্চ (রোববার) বিকেলে সে তার বসতঘরে নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার রাতে তার মৃত্যু হয়। 

নিহত নাছিম উদ্দিনের বাবা জয়নাল আবেদীন জানান, মোটরসাইকেল কিনে না দিতে পারায় সে অভিমান করে গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। আজ রোববার বিকেলে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। 

এ বিষয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের (ইনচার্জ) উপপরিদর্শক সারোয়ার হোসেন জানান, গায়ে পেট্রল ঢেলে নিজের গায়ে আগুন দিয়ে মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থানায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সারের দাবিতে কৃষকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

মেলান্দহে কারখানায় গুলি, ককটেল বিস্ফোরণ

বকশীগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মনোনয়নবঞ্চিত কৃষক দল নেতা যোগ দিলেন ইসলামী আন্দোলনে

ঢাকায় গ্রেপ্তার নেতা-কর্মীদের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা যুবলীগ নেতার