ইসলামপুর (জামালপুর): জামালপুরের ইসলামপুর উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে আজিম মিয়া (৩৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার পৌর শহরের রৌহারকান্দা গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত আজিম মিয়া ওই এলাকার সাদা সেখের ছেলে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আবির আহমেদ সৌমিক বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের জেঠাতো ভাই আরিফ জানান, সকালে গো-খাদ্যের জন্য বাড়ির পাশে সেচ পাম্পের সংলগ্ন মাঠে ঘাস কাটতে যান আজিম মিয়া। ঘাস কাটার এক পর্যায়ে সেচ পাম্পের পানি স্পর্শ করার সাথে সাথেই বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি।
খবর পেয়ে স্থানীয়রা গুরুতর আহত আজিম মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।