হোম > সারা দেশ > জামালপুর

ব্যাটারি চুরির জন্য অটোরিকশাচালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি

জামালপুরের মেলান্দহে অটোরিকশাচালক মো. নাজমুল হোসেন হত্যা মামলার প্রধান আসামি মাসুদ ওরফে মামুনকে নারায়ণগঞ্জের লামাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে জামালপুর পিবিআই। গতকাল সোমবার রাত ১১টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গত ১২ মার্চ সকালে সাড়ে ৮টা দিকে বিল থেকে নাজমুল হোসেনের লাশ উদ্ধার করা হয়। নিহত নাজমুল হোসেন মেলান্দহ উপজেলার মহিরামকুল এলাকার আবুল হোসেনের ছেলে।

পুলিশের জানায়, নাজমুল শনিবার রাতে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হলে মহিরামপুল থেকে মাসুদ ওরফে মামুন ব্যাটারি চুরির উদ্দেশ্য অটোরিকশা ভাড়া করে। পরে তাকে হত্যা করে লাশ বিলের পানিতে ফেলে ব্যাটারি নিয়ে পালিয়ে যায়। ব্যাটারি বিক্রির পর সে নারায়ণগঞ্জে পালিয়ে যায়।

পিবিআই জামালপুরের পুলিশ সুপার সালাহউদ্দীন বলেন, মেলান্দহ উপজেলার বাগবাড়ী এলাকার বিল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধারের খবরে পিবিআইয়ের একটি টিম ঘটনাস্থলে যায়। পরে হত্যাকাণ্ডের তদন্ত শুরু করি। তদন্তে হত্যার মূল আসামিকে শনাক্ত করা হয়। তাকে গ্রেপ্তারের অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। সে হত্যার কথা স্বীকার করেছে। ব্যাটারি চুরির করার জন্য নাজমুলকে হত্যা করেছে মাসুদ ওরফে মামুন।

নামজুলের পরিবার হত্যাকারীর ফাঁসি দাবি করেছে। এই ঘটনায় নাজমুল হোসেনের বাবা আবুল হোসেন বাদী হয়ে অজ্ঞাত আসামি করে মেলান্দহ থানায় একটি মামলা করেছেন। পিবিআই জানিয়েছেন, আসামিকে মেলান্দহ থানায় সোপর্দ করা হবে।

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সারের দাবিতে কৃষকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

মেলান্দহে কারখানায় গুলি, ককটেল বিস্ফোরণ

বকশীগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার