হোম > সারা দেশ > জামালপুর

বিকেলে চিকিৎসার জন্য বের হয়ে নিখোঁজ কৃষক, সকালে লাশ মিলল নালায়

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি  

ইসলামপুর থানা ভবন। ছবি: আজকের পত্রিকা

জামালপুরের ইসলামপুর উপজেলায় সজিব প্রধান ওরফে সমেজ উদ্দিন (৬০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ইসলামপুর পৌর শহরের হাসপাতাল রোডে সাবরেজিস্ট্রার কার্যালয়সংলগ্ন একটি কালভার্টের পাশে পানি নিষ্কাশনের নালা থেকে লাশ উদ্ধার করা হয়।

মৃত সমেজ উদ্দিন উপজেলার পাথর্শী ইউনিয়নের বড় দেলিরপাড় এলাকার মৃত তমেজ উদ্দিনের ছেলে।

মৃত সমজ উদ্দিনের মেয়ে সুজেদা পারভীন বলেন, ‘আমার বাবা নানা রোগে আক্রান্ত ছিলেন। গতকাল সোমবার বিকেলে চিকিৎসা নিতে ইসলামপুর পৌর শহরের উদ্দেশে বাড়ি থেকে বের হন। এরপর তাঁকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সকাল ৯টার দিকে লোকমুখে খবর পেয়ে ঘটনাস্থলে এসে ড্রেনে বাবার লাশ দেখতে পাই।’

লাশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. এমদাদুল হক বলেন, পৌর এলাকার পানি নিষ্কাশনের নালা থেকে কৃষক সমেজ উদ্দিনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, ‘ধারণা করা হচ্ছে, পথ চলতে গিয়ে পা পিছলে নালার ভেতর পড়ে তিনি মারা যেতে পারেন। মৃত্যুর বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।’

ভোটের মাঠে: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সারের দাবিতে কৃষকদের বিক্ষোভ, সড়ক অবরোধ