হোম > সারা দেশ > জামালপুর

৭২ দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরল যমুনা ফার্টিলাইজার

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

গ্যাস সংকটে ৭২ দিন বন্ধ থাকার পর ফের ইউরিয়া সার উৎপাদন শুরু করেছে যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। গতকাল বৃহস্পতিবার রাত থেকে উৎপাদনে গেছে জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত এই সারকারখানা। 

গত ১ নভেম্বর যমুনা ফার্টিলাইজার কোম্পানিকে গ্যাস সরবরাহ শুরু করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার পর গতকাল বৃহস্পতিবার অ্যামোনিয়া উৎপাদন শুরু করা হয়। 

স্যার উৎপাদনের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন। তিনি বলেন, ‘সংকটের কারণে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ায় গত ৫ সেপ্টেম্বর থেকে ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে পড়ে। গত ১ নভেম্বর ফের গ্যাস সংযোগ দেয় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। উৎপাদন প্রক্রিয়ায় যেতে বেশ কয়েকটি ধাপ অতিক্রম করতে হয়। সে ধাপগুলো পেরিয়ে
বৃহস্পতিবার মধ্যরাত থেকে ইউরিয়া উৎপাদন শুরু হয়।’ 

কারখানা সূত্রে জানা গেছে, ইউরিয়া সার উৎপাদনের প্রতিষ্ঠান যমুনা ফার্টিলাইজার কোম্পানি। দিনে উৎপাদন ক্ষমতা ১ হাজার ৭০০ মেট্রিক টন। সার উৎপাদনে এই কারখানায় দিনে ৪৫ মিলিয়ন ঘন ফুট গ্যাসের প্রয়োজন হয়। চাহিদা মাফিক চাপে গ্যাস সরবরাহ না পাওয়ায় চলতি বছরের ৫ সেপ্টেম্বর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি যমুনায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। 

গত ১ নভেম্বর গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় ৭২ দিন পর ফের ইউরিয়া সার উৎপাদন শুরু করে কারখানা কর্তৃপক্ষ।

মামলা ছাড়া পুলিশের হাতে আটক সাবেক ইউপি সদস্য, অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু