হোম > সারা দেশ > জামালপুর

এক রাতেই গ্রেপ্তার ২৭, আতঙ্কে বাড়ি ছাড়ছেন বিএনপির নেতারা

জামালপুর প্রতিনিধি

অগ্নিসংযোগ, হামলা, ভাঙচুর ও নাশকতার অভিযোগে জামালপুরের বিএনপি ও সহযোগী সংগঠনের ৩৪৮ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। পুলিশের চার মামলায় ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে অনেক নেতা-কর্মী গ্রেপ্তার আতঙ্কে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।

গতকাল বুধবার রাতে জামালপুর সদর, বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ ও মেলান্দহ থানায় এ মামলা করা হয়। এতে ১৪৮ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়েছে।

এ চার পুলিশ জানায়, জামালপুর সদর থানায় ৫৪ জনের নাম এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৬০ জনকে। শহরের ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বকশীগঞ্জ থানায় ৩০ জনের নাম এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৫০ জনকে। এর মধ্যে রাতেই শহরের সীমারপাড়া ঈদগাহ মাঠে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়। 

এদিকে ইসলামপুর থানায় ২৪ জনের নামে এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৪০ জনকে। বুধবার সন্ধ্যায় শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর দেওয়ানগঞ্জে ৪০ জনের নামে এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৫০ জনকে। শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাতেই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। 

জামালপুরে বিএনপির নেতা-কর্মীদের বাসাবাড়িতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। অনেক নেতা-কর্মী পুলিশের গ্রেপ্তার আতঙ্কে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। এদের বেশির ভাগ রাজধানীতে বিএনপির সমাবেশে অংশ নিতে আগেভাগেই চলে গেছেন। 

জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ বলেন, ‘সরকার ঢাকার বিএনপির সমাবেশ বানচাল করতেই বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দায়ের করছে। তিনি বলেন, সরকারের এই পরিকল্পনা সফল হবে না। যত বাধাই আসুক, ঢাকার মহাসমাবেশ সার্থক এবং সফল করব।’

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত