হোম > সারা দেশ > জামালপুর

শনিবারই শেষবার স্ত্রী-সন্তানদের দেখেছিলেন জাহিদ, কান্নায় মূর্ছা যাচ্ছেন বারবার

রকিব হাসান নয়ন, মেলান্দহ (জামালপুর)

ভাগনির বিয়েতে অংশ নিতে গত বৃহস্পতিবার স্ত্রী ঝরনা (২৮), ছেলে জাকারিয়া (৩) ও মেয়ে জান্নাতুলকে (৬) নিয়ে ঢাকায় যান জাহিদ ইসলাম। গত শনিবার ভাগনি রিয়া মনি বিয়ের অনুষ্ঠান শেষে দুই সন্তান ও স্ত্রীকে রেখে জামালপুরের মেলান্দহে নিজ বাড়িতে চলে আসেন তিনি। কিন্তু কে জানত স্ত্রী ও সন্তানদের সঙ্গে শনিবারের দেখাই ছিল তাঁর শেষ দেখা।

গতকাল সোমবার বিকেল সাড়ে ৪ টায় হঠাৎ জাহিদের মোবাইলে কল আসে। জানতে পারেন রাজধানীর উত্তরার দুর্ঘটনায় স্ত্রী ও দুই সন্তান হারিয়েছেন জাহিদ। ক’দিন আগেও স্ত্রী সন্তানদের প্রাণচাঞ্চল্যে মুখরিত ছিল যে বাড়ির আঙিনা মুহূর্তেই সেই ভিটে মাটিতে নেমে আসে শোকের মাতম।

স্ত্রী ও সন্তানদের হারিয়ে জাহিদ ইসলাম বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন। একটু জ্ঞান ফিরলেই জাকারিয়া ও জান্নাতুলের নাম ধরে চিৎকার দিয়ে আবার জ্ঞান হারিয়ে ফেলছেন।‌ শুধু বলছেন, ‘আল্লাহ আমাকেও কেন তাদের সাথে নিলো না। আমাকে কেন বাঁচিয়ে রাখল। আমি তাদেরকে ঢাকায় রেখে কেনো আগেই আমি বাড়িতে এসেছিলাম, আল্লাহ তুমি এখন আমাকেও নিয়ে যাও।’

কান্না জড়িত কণ্ঠে জাহিদ ইসলাম বলেন, ‘আমার সবকিছু শেষ হয়ে গেল। আমি কেন একসঙ্গে তাদেরকে বাড়িতে নিয়ে আসলাম না। আমি তো জাকারিয়া ও জান্নাতুলকে ছাড়া বাঁচতে পারব না, আমি এখন কই যামু আল্লাহ আমাকে নিয়ে যাও!’

নিহত ঝরনার শাশুড়ি জবেদা বলেন, ‘আমার বড় ছেলে জহুরুল ১০ বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা গেল। এখন দুই নাতি ছেলে বউকে হারাতে হলো। আমাদের আর কেউ রইল না। আমরা একাই রইলাম।’

নিহতের চাচা শ্বশুর আবুল হোসেন বলেন, ‘আজ মঙ্গলবার তাদের বাড়িতে ফিরে আসার কথা ছিল। তারা ফিরবে ঠিকই, তবে লাশ হয়ে। কিন্তু কেন? এই ঘটনার পরিণতির জন্য দায়ী কে? আমি তাদের শাস্তি চাই। অন্য কিছু না।’

নিহতর স্বজন একরামুল বলেন, ‘নিহতদের মরদেহ ঢাকায় ময়নাতদন্ত ও পুলিশি আইনি প্রক্রিয়া বিকেল সাড়ে ৪টা দিকে শেষ হবে। তাদের মরদেহ বাড়িতে আসছে রাত সাড়ে ৮টা লাগতে পারে। এরপর এলাকার নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।’

উল্লেখ্য, রাজধানীর উত্তরায় জসিমউদ্দীন মোড়ে বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) স্থাপনা প্রকল্পের একটি গার্ডার পড়ে প্রাইভেটকারের পাঁচ আরোহী নিহত হন। গতকাল সোমবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

মামলা ছাড়া পুলিশের হাতে আটক সাবেক ইউপি সদস্য, অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু