হোম > সারা দেশ > জামালপুর

মাদকাসক্ত সন্তানকে পুলিশে দিলেন বাবা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

নির্যাতন সহ্য করতে না পেরে মাদকাসক্ত সন্তানকে পুলিশের হাতে তুলে দিয়েছেন বাবা। আজ শুক্রবার সকালে ৯৯৯ এ ফোন করে পুলিশি সহায়তায় ছেলে শাহ পরানকে ধরিয়ে দেন দুলাল তরফদার। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার চর বাঙালি পাড়া এলাকায়। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, পৌরসভার চর বাঙালি পাড়া এলাকার দুলাল তরফদারের ছেলে শাহ পরান (৩৩)। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সেবন করে আসছিলেন। প্রায়ই তিনি মাদক কেনা-বেচার টাকার জন্য পরিবারের সদস্যদের মারপিট করতেন। শুক্রবার সকালে একই অজুহাতে তাঁর বাবা দুলাল তরফদারকে মারধর করেন। পরে তাঁর বাবার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে শাহ পরানকে আটক করে। এ সময় ৯৯৯ এ ফোন করে পুলিশি সহায়তা চান দুলাল তরফদার। কিছুক্ষণের মধ্যে সরিষাবাড়ী থানায় ৯৯৯ থেকে বিষয়টি জানানো হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহ পরানকে আটক করে থানায় নিয়ে আসেন। পরে পুলিশের উপপরিদর্শক বশিরুল আলম বাদী হয়ে শাহ পরানকে আসামি করে মাদক আইনে মামলা দায়ের করেন। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ। 

এ ব্যাপারে মামলার বাদী পুলিশের উপপরিদর্শক বশিরুল আলম বলেন, ‘শাহ পরান তার পরিবারের সদস্যদের মাদকের টাকার জন্য প্রায়ই মারধর করত। শুক্রবার সকালে তিনি তাঁর বাবাকে মারধর শুরু করলে ৯৯৯ এ ফোন করেন তাঁর বাবা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহ পরানকে আটক করে। মাদক আইনে মামলা করে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।’ 

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত