হোম > সারা দেশ > জামালপুর

জামালপুরে কলেজছাত্র হত্যা: ৭ জনের যাবজ্জীবন 

জামালপুর প্রতিনিধি

জামালপুরের তুলশীপুরে কলেজছাত্র লিটন হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া সাতজনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড ও আরও ২ বছরের কারাদণ্ডের আদেশ দেন বিচারক। 

আজ মঙ্গলবার দুপুরে জামালপুর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এহসানুল হক এই রায় ঘোষণা করেন। 

সাজাপ্রাপ্তরা হলেন–রামদেব বাড়ি গ্রামের মজিবর রহমান (পলাতক), মিজান, সোহেল, সুমন, লাভলু, হেলাল উদ্দিন ও মো. মিজান। 

মামলার বাদীপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান, জামালপুর সদর উপজেলার রামদেববাড়ী গ্রামের আব্দুস সামাদের ছেলে কলেজছাত্র লিটন ২০১৬ সালের ১৩ জানুয়ারি রাতে চাচার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর ১৪ জানুয়ারি দুপুর ৩টার দিকে গোপীনাথপুরে লিটনের মরদেহ পাওয়া যায়। 

এই ঘটনায় লিটনের বাবা আব্দুস সামাদ বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

আইনজীবী নির্মল কান্তি ভদ্র আরও জানান, স্থানীয় একটি সমিতির টাকা লেনদেন নিয়ে শত্রুতার জের ধরে লিটনকে গলা কেটে হত্যার পর আংশিক পুড়িয়ে ফেলে আসামিরা। মামলায় বাদীসহ মোট ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় ঘোষণা করেন। 

মামলার বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন আমান উল্লাহ আকাশ ও জামিল হাসান তাপস।

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত