জামালপুরের সদর উপজেলায় প্রচণ্ড তাপপ্রবাহে অসুস্থ হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। ওই কৃষক হিট স্ট্রোকে মারা গেছেন বলে ধারণা পরিবারের।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নে এ ঘটনা ঘটে।
মৃত কৃষকের নাম আবুল কালাম (৫০)। তিনি ওই ইউনিয়নের জোকা গ্রামের মৃত আজগর আলীর ছেলে।
মৃতের পরিবার ও স্থানীয়রা জানান, আবুল কালাম সকালে তাঁর ফসলি জমি দেখতে যান। পরে বাসায় ফিরে এসে সকালের খাবারের সময় অজ্ঞান হয়ে যান। তাঁকে পরিবার লোকজন স্থানীয় পল্লি চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘোড়াধাপ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, ‘কৃষক আবুল কামাল হিট স্ট্রোকে মারা যাওয়ার কথা তাঁর পরিবার থেকে শুনেছি।’