হোম > সারা দেশ > জামালপুর

বকশীগঞ্জে ডায়রিয়ায় একই গ্রামে তিন দিনে ৩ জনের মৃত্যু

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে একই গ্রামের তিনজনের মৃত্যু হয়েছে। উপজেলার দড়িপাড়া গ্রামে গত রোববার থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত তিন দিনে তিনজনের মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার দড়িপাড়া গ্রামের ফজলুল হকের স্ত্রী খুকু মণি (৩৫) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ওই দিনই খুকু মণি মারা যান। একই দিন এই গ্রামের আব্দুর রহিমের স্ত্রী জায়েদা বেগম (৫০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে আরও জানা যায়, দড়িপাড়া গ্রামের আব্দুল কাদেরের স্ত্রী আফরোজা বেগম (৫০) ও তাঁর দুই ছেলে সোমবার ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এখানে ভর্তি হন। তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়। পরদিন মঙ্গলবার শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আফরোজা বেগমের মৃত্যু হয়। তাঁর দুই ছেলের অবস্থাও আশঙ্কাজনক।

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, ‘বিষয়টি গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জনসাধারণকে সতর্ক করা হয়েছে।’

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আজিজুল হক বলেন, মেডিকেল টিমের সার্বক্ষণিক নজরে আছে দড়িপাড়া গ্রাম। স্বাস্থ্যবিধি মেনে মেডিকেল টিম কাজ করছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সারের দাবিতে কৃষকদের বিক্ষোভ, সড়ক অবরোধ