হোম > সারা দেশ > জামালপুর

ইসলামপুরে ট্রেনের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত, আহত দুই

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নাঈম খন্দকার (২২) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুজন। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে ইসলামপুর পৌর এলাকার মোশারফগঞ্জের গাছিপাড়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নাঈম খন্দকার পার্শ্ববর্তী দেওয়ানগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের খড়মা গ্রামের শহিদ খন্দকারের ছেলে। 

আহতরা হলেন খরমা মধ্যপাড়া গ্রামের ফুলু মিয়ার ছেলে শাকিল (১৪) ও আনিছ মিয়ার ছেলে মেহেদী (১৫)। 

ইসলামপুর পৌর মেয়র আব্দুল কাদের শেখ বলেন, মোশারফগঞ্জ এলাকায় একটি মাদ্রাসায় ওয়াজ মাহফিল শুনতে মোটরসাইকেলে করে যাওয়ার সময় গাইছিপাড়া রেলক্রসিং এলাকায় পৌঁছালে দেওয়ানগঞ্জগামী একটি লোকাল (২৫৫ আপ) ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। এ সময় ঘটনাস্থলেই মারা যান নাঈম খন্দকার। ওই দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে পাঠিয়েছে। 

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান বলেন, ঘটনাস্থল রেলওয়ের আওতায় হওয়ায় বিষয়টি জামালপুর রেলওয়ে পুলিশ খতিয়ে দেখবে। 

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গুলজার হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মামলা ছাড়া পুলিশের হাতে আটক সাবেক ইউপি সদস্য, অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু