মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মেলান্দহে ট্রেনে কাটা পড়ে জিহীন খাতুন (২০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে মেলান্দহ উপজেলার ঝিনাই ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জিহীন খাতুন চরপলিশা উত্তরপাড়ার জিন্নাহ মণ্ডলের মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, মেয়েটি মানসিক ভারসাম্যহীন ছিল। সকালে বাড়ি থেকে বের হয়। এরপর রেললাইনে তাঁর মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
জামালপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মিলন ঘটনাটি নিশ্চিত করে জানান, মেয়েটির মরদেহ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।