হোম > সারা দেশ > জামালপুর

গত বছর আসন চেয়ে নেওয়া হয়েছে, এবার ছাড় দেওয়া হবে না: মোস্তফা আল মাহমুদ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ বলেছেন, ‘গত সংসদ নির্বাচনে আমার কাছ থেকে জামালপুর-২ আসনটি চেয়ে নেওয়া হয়েছে। এবার ছাড় দেওয়া হবে না। এলাকার মানুষ আমাকেই এমপি হিসেবে দেখতে চান। সে কারণেই ধর্ম প্রতিমন্ত্রী থেকে মানুষ প্রতিনিয়তই দূরে সরে যাচ্ছে।’  

আজ শনিবার বিকেলে জামালপুরের ইসলামপুর উপজেলা জাতীয় পাটির কার্যালয়ে দলের উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

জামালপুর-২ ইসলামপুর আসনের এমপি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালকে উদ্দেশ করে জাপা নেতা মোস্তফা আল মাহমুদ বলেন, ‘আপনারা উন্নয়নের নামে ‘মহাদুর্নীতি’ কায়েম করেছেন। আপনাদের লুটপাটের ফিরিস্তি মানুষ কখনো ভুলবে না। ব্রহ্মপুত্র নদ আর যমুনা নদীর ভাঙনে মানুষ যখন দিশেহারা, তখন আপনারা বাঁধ নির্মাণের নামে ইসলামপুরবাসীর সঙ্গে তামাশা করে যাচ্ছেন। ভাঙনরোধে টেকসই বাঁধের দরকার। বালু বাঁধ আর লুটপাটের বাঁধ নির্মাণ করে এলাকাবাসীকে নদী ভাঙন থেকে মুক্ত করা যাবে না। যেদিকেই তাকাই, সেদিকেই আপনাদের মহাদুর্নীতির দুর্গন্ধ বের হচ্ছে। সর্বস্তরে লুটপাটের স্বর্গরাজ্য কায়েম করা হয়েছে। মানুষ আওয়ামী লীগের নেতাদের ধিক্কার দিচ্ছে।’ 

আগামী সংসদ নির্বাচনে ইসলামপুর আসন থেকে এমপি প্রার্থী হিসেবে অংশ হবে উল্লেখ করে মোস্তফা আল মাহমুদ আরও বলেন, ‘উন্নয়নের নামে ‘মহাদুর্নীতি’ হওয়ায় ধর্ম প্রতিমন্ত্রী থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। উন্নয়ন কাকে বলে, তা মানুষের বুঝতে বাকি নেই। উন্নয়নের নাম ভাঙিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। সে কারণেই আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টির বিকল্প নেই।’

জামালপুর জেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তফা আল মাহমুদ বলেন, ‘ কোনো সময়ের চেয়ে এখানকার জাতীয় পার্টি বর্তমানে সুসংগঠিত ও শক্তিশালী। আগামী সংসদ নির্বাচনে ইসলামপুর আসনে নির্বাচন করার আমরা প্রস্তুতি নিচ্ছি। নিশ্চয়ই আমরা সফল হব, ইনশা আল্লাহ।’ 

উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভা বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন এবং দপ্তর সম্পাদক আকরাম হোসেন। 

উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বিপু এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল্লাহর যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা জাতীয় পাটি সহসভাপতি ফেরদৌসুর রহমান সরকার, হারুনুর রশিদ হারুন, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল সরকার ও পৌর শাখার সভাপতি তারা মিয়া প্রমুখ। 

উপজেলা জাতীয় পার্টির আয়োজন অনুষ্ঠিত কমিটির পরিচিতি সভায় পৌর ও বিভিন্ন ইউনিয়ন শাখার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।  


উল্লেখ্য, গত ২০ মে মোস্তফা আল মাহমুদকে সভাপতি এবং জিল্লুর রহমান বিপুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৭১ সদস্যবিশিষ্ট উপজেলা জাতীয় পাটির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় দলের জেলা শাখা।

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত