হোম > সারা দেশ > জামালপুর

এস‌পি কামরুজ্জামা‌নের বাবার বিরু‌দ্ধে দুদ‌কের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জামালপু‌রের পু‌লিশ সুপার (এসপি) মো. কামরুজ্জ‌ামা‌নের বাবা আবুল কা‌শে‌মের বিরু‌দ্ধে মামলা দা‌য়ের ক‌রে‌ছে দুর্নী‌তি দমন ক‌মিশন (দুদক)। 

আজ বুধবার সংস্থা‌টির দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী প‌রিচালক নূ‌রে আলম বাদী হ‌য়ে মামলা‌টি দা‌য়ের ক‌রেন। 

দুদ‌কের প্রধান কার্যালয়ের এক‌টি ঊর্ধ্বতন সূত্র আজ‌কের প‌ত্রিকা‌কে এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছে। 

সূত্র জানায়, এস‌পি কামরুজ্জামা‌নের বাব‌া আবুল কা‌শেমের বিরু‌দ্ধে সম্পদ বিবরণীতে মিথ‌্যা তথ‌্য প্রদান ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হ‌য়ে‌ছে মামলায়। 

এজাহারে বলা হয়,  দুদ‌কের অনুসন্ধানকালে আবুল কাশেম  দুদক‌কে ৭ কো‌টি ২১ লাখ ৭৩ হাজার ৫৮০ টাকা স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ তার সম্পদ বিবরণীতে তথ‌্য দেন। 

কিন্তু যাচাইকালে তার নামে মোট স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ১০ কো‌টি ৩ লাখ ,৮৫  হাজা ৯৩৪  টাকা মূল্যের সম্পদ পাওয়া যায়। 

এ সময়  পু‌লিশ কর্মকর্তা কামরুজ্জা‌মা‌নের বাবা ২ কো‌টি ৮২ লাখ ১২ হাজার ৩৫৪ টাকার সম্পদের তথ‌্য গোপন ক‌রে‌ছেন ব‌লে অনুসন্ধা‌নে প্রমাণ পায় দুদক। য‌া দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

মামলার এজাহা‌রে আরও বলা হয়, দুদক‌কে দেওয়া তথ‌্য অনুযায়ী আবুল কা‌শেমের মোট সম্প‌দের প‌রিমাণ ১০ কো‌টি ৫৫ লাখ ৬৮ হাজার ৫৬৬ টাকা। কিন্তু এর বিপরীতে তার আয়ের পরিমাণ ৪ কো‌টি ৩৭ লাখ ৪৪ হাজার ২৩৩ টাকা। অর্থাৎ পু‌লিশ কর্মকর্তা কামরুজ্জামা‌নের বাবা আবুল কা‌শেম ৬ কো‌টি ১৮ লাখ ২৪ হাজার ৩৩৩ টাকা মূ‌ল্যের   জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন ব‌লে দুদ‌কের অনুসন্ধানে প্রমাণ পাওয়া যায়। 

ফ‌লে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় তার বিরু‌দ্ধে মামলা দা‌য়ের ক‌রা হ‌য়ে‌ছে।

বকশীগঞ্জের সাবেক মেয়র মতিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

মামলা ছাড়া পুলিশের হাতে আটক সাবেক ইউপি সদস্য, অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা