হোম > সারা দেশ > জামালপুর

বিশেষ ক্ষমতা আইনে বিএনপি–জামায়াতের ৯৬ জনের নামে মামলা 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

বিশেষ ক্ষমতা আইনে জামালপুরে বিএনপি–জামায়াতের ৯৬ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আজ বুধবার সরিষাবাড়ী থানার উপপরিদর্শক হুমায়ূন কবির বাদী হয়ে এ মামলা দায়ের করেন। পরে গ্রেপ্তার দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

তারা হলেন উপজেলার পৌরসভার বলারদিয়ার গ্রামের আবেদ আলী (৫০) ও মতিয়র রহমান (৪৮)।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে বিএনপি-জামায়াতের নেতা–কর্মীরা উপজেলা ও পৌরসভার বিভিন্ন স্থানে অগ্নি সন্ত্রাস, ভাঙচুর, নাশকতা, নৈরাজ্য সৃষ্টির জন্য গোপন বৈঠক করে। এমন সংবাদের ভিত্তিতে পৌরসভার চৌধুরী মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ। টের পেয়ে বিএনপি-জামায়াতের নেতা–কর্মীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে বিএনপির দুই কর্মীকে আটক করে পুলিশ।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় উপপরিদর্শক হুমায়ূন কবির বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে ১৬ জনের নাম উল্লেখসহ বিএনপি–জামায়াতের ৯৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। গ্রেপ্তারদের বুধবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’

মামলা ছাড়া পুলিশের হাতে আটক সাবেক ইউপি সদস্য, অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু