হোম > সারা দেশ > জামালপুর

সরিষাবাড়ীতে আগুনে পুড়ল গবাদিপশুসহ তিন ঘর

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে আগুনে গবাদিপশুসহ তিনটি ঘর পুড়ে গেছে। আজ শনিবার ভোরে উপজেলার কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা গ্রামে এ ঘটনা ঘটে। কামরাবাদ ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা গ্রামের কৃষক হাফিজুর রহমান। রাতের রান্নাবান্না শেষে গোয়াল-ঘর ও রান্নাঘরের মাঝের ফাঁকা জায়গায় চুলার ছাই ফেলে রাখেন ওই কৃষকের স্ত্রী রাশেদা বেগম। ওই ছাই থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা পাশের রান্নাঘর, গোয়ালঘর ও বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে গোয়ালঘরে থাকা দুটি গরু পুড়ে মারা যায়। এ ছাড়া বসতঘরের আসবাবপত্রসহ অন্য মালামাল পুড়ে যায়।

এ বিষয়ে কৃষক হাফিজুর রহমান জানান, অগ্নিকাণ্ডে তার প্রায় ৩ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

এ ব্যাপারে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মিজানুর রহমান জানান, শনিবার ভোরে আগুন লাগার খবর আসে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় দুটি গরু ও তিন ঘর পুড়ে যায়। 

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সারের দাবিতে কৃষকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

মেলান্দহে কারখানায় গুলি, ককটেল বিস্ফোরণ

বকশীগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মনোনয়নবঞ্চিত কৃষক দল নেতা যোগ দিলেন ইসলামী আন্দোলনে

ঢাকায় গ্রেপ্তার নেতা-কর্মীদের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা যুবলীগ নেতার