জামালপুরের মেলান্দহে অটোচালক নাজমুল হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ সোমবার দুপুরে উপজেলার মাহিরামকুল মোড়ে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘নিহত নাজমুলের বয়স মাত্র ১৫ বছর। পরিবারের অভাব অনটন ঘোচাতে সে অটোরিকশা চালাত। গত শনিবার সন্ধ্যায় সে মাকে বলেছিল যে, ২০০ টাকার ভাড়া আছে। আধা ঘণ্টার মধ্যেই সে ফিরে আসবে। কিন্তু নাজমুল ফিরেছে ঠিকই, কিন্তু লাশ হয়ে। অটোরিকশার ব্যাটারির জন্য নিষ্পাপ ছেলেটাকে হত্যা করা হলো। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
এলাকাবাসীর পক্ষে মানববন্ধনে বক্তব্য দেন আশিক এলাহি, শহিদুল্লাহ, শফিকুল, আবদুর রশিদ, আজাদ মিয়া প্রমুখ।
এদিকে লাশ উদ্ধারের পরই পুলিশ আমিনুল ইসলাম (৩০) নামের একজনকে গ্রেপ্তার করেছে। তিনি উপজেলার ভাগবাড়ী এলাকার বাসিন্দা। তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ওই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর সঙ্গে আরও যারা জড়িত রয়েছে, তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গতকাল রোববার সকালে উপজেলার ফুলকোচা ইউনিয়নের রেখিরপাড়া মরগাঙ্গী বিল থেকে অটোরিকশাচালক নাজমুলের মরদেহ উদ্ধার করে পুলিশ।