জামালপুরে ট্রেনে কাটা পড়ে মাসুদ রানা (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সরিষাবাড়ীতে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত মাসুদ রানা উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় গ্রামের দুলাল মণ্ডলের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার মাসুদ রানা সকালে কাজে গিয়ে আর বাড়ি ফেরেননি। আজ বুধবার সকালে পরিবারের লোকজন মোনারপাড়া রেলক্রসিংয়ে এক যুবক ট্রেনে কাটা পড়েছেন বলে খবর পায়। পরে তারা ঘটনাস্থলে গিয়ে মাসুদের মরদেহ শনাক্ত করে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) মজিবুল হক জানান, গতকাল মঙ্গলবার রাতে ট্রেনে কাটা পড়ে মাসুদ রানা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।