হোম > সারা দেশ > জামালপুর

চিকিৎসায় অবহেলায় প্রসূতির মৃত্যু, হাসপাতালে তালা

জামালপুর প্রতিনিধি 

হাসপাতালে প্রসূতির মৃত্যুর পর লাশ নেওয়া হয় বাড়িতে। সেখানে সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

জামালপুর সদর উপজেলার দিগপাইত এলাকায় দুবাই হাসপাতালে চিকিৎসায় অবহেলায় রিতু (২২) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে।

আজ সোমবার সকাল ৬টায় হাসপাতালে মারা যান ওই প্রসূতি। মৃত্যুর খবর পেয়ে পরিবার ও এলাকার লোকজন হাসপাতালটি তালাবদ্ধ করে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রিতুর বড় ভাই লাবলু মণ্ডল জানিয়েছেন, দুই দিন আগে তাঁর বোন রিতুর প্রসব ব্যথা ওঠে। গতকাল রোববার তাঁকে দিগপাইত দুবাই হাসপাতালে নিলে বিকেল ৫টায় তাঁর সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি মেয়ে বাচ্চা হয়। মা-মেয়ে দুজনই সুস্থ ছিলেন। হঠাৎ রাতে তাঁর বোনের খিঁচুনি ওঠে। এ সময় হাসপাতালে কোনো চিকিৎসক ও সেবিকা ছিলেন না। সারা রাত মৃত্যু যন্ত্রণায় ছটফট করে সোমবার সকাল ৬টায় তাঁর মৃত্যু হয়।

পরে হাসপাতালের এক কর্মচারী এসে তাঁর মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। তিনি বলেন, ‘আমার বোনের লাশ হস্তান্তর করার জন্য হাসপাতালে কেউ ছিল না।’

এই ঘটনার পর এলাকার লোকজন হাসপাতালটি তালাবদ্ধ করে দেয়। খবর পেয়ে নারায়ণপুর পুলিশ তদন্তকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আ স ম আতিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

লাবলু মণ্ডল বলেন, ‘আমরা এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেব। আমার বোনের এটা প্রথম বাচ্চা।’ তাঁর দাবি, রাতে কোনো নার্স, ডাক্তার না থাকায় চিকিৎসাজনিত অবহেলায় রিতুর মৃত্যু হয়েছে।

নারায়ণপুর পুলিশ তদন্তকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আ স ম আতিকুর রহমান বলেন, ‘ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যাই। তার সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’

জামালপুরের সিভিল সার্জন মো. আজিজুল হক বলেন, ‘খবরটি শুনে আমার কর্মকর্তাদের পাঠিয়েছি। তারা আসার পর বিস্তারিত জানতে পারব। আমি হসপিটালটির কাগজপত্র খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করব।’

এ ব্যাপারে জানতে হাসপাতালে কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি। মোবাইলে যোগাযোগের চেষ্টা করলেও তাঁরা রিসিভ করেননি।

মামলা ছাড়া পুলিশের হাতে আটক সাবেক ইউপি সদস্য, অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু