জামালপুরে নাশকতার মামলায় জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে পৌর এলাকার দেওয়ানপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত কবির এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নাশকতার পরিকল্পনার মামলায় গ্রেপ্তার এড়াতে জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল পৌর এলাকার দেওয়ানপাড়ায় মামার বাড়িতে আত্মগোপনে ছিলেন।
ওসি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পুলিশ আহসানুজ্জামান রুমেলের সেই মামার বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। আজ শুক্রবার তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।