হোম > সারা দেশ > জামালপুর

সরিষাবাড়ীতে বজ্রপাতে পাটের গুদামে আগুন, ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি

প্রতিনিধি, সরিষাবাড়ী (জামালপুর)

সরিষাবাড়ীতে বজ্রপাতের ঘটনায় পাটের গুদামে আগুন লেগে ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গতকাল বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজারে গুদাম ভাড়া নিয়ে একই ইউনিয়নের মালিপাড়া গ্রামের উজ্জল মিয়া, একাব্বর হোসেন, শাহীন মিয়া, আফজাল হোসেন, ইস্রাইল, রঘুনাথপুরের আক্তারুজ্জামান ও বয়ড়ার ফরহাদ ফকির পাটের ব্যবসা চালাচ্ছিলেন। তাঁদের এ ব্যবসা ধার-কর্জ ও ঋণের টাকায় চলে। গতকাল সন্ধ্যার পর থেকে শুরু হয় বজ্রসহ ভারী বৃষ্টিপাত। হঠাৎ রাত সাড়ে ১০টায় বজ্রপাত হলে গুদামে আগুন লেগে যায়। এতে গুদামে থাকা ২৫ লক্ষাধিক টাকার সাড়ে ৭০০ মণ পাট পুড়ে যায়।

পাট ব্যবসায়ী একাব্বর হোসেন, শাহীন ও উজ্জল মিয়া বলেন, বজ্রপাতের কারণে পাট গুদামে আগুন ধরে যায়। খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দমকলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে আক্তারুজ্জামানের ২৪৫ মণ, ফরহাদ ফকিরের ১৩৪ মণ, শাহীন মিয়ার ৬০ মণ, একাব্বর হোসেনের ১০০ মণ, উজ্জল মিয়ার ৫০ মণ, আফজাল হোসেনের ১০০ মণ ও ইস্রাইল মিয়ার ৬০ মণ পাট আগুনে পুড়ে যায়।

এ বিষয়ে মিজানুর রহমান বলেন, গতকাল রাত পৌনে ১১টায় আমরা খবর পাই। পরে ঘটনাস্থলে গিয়ে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা।

পোগলিঘা ইউপি চেয়ারম্যান সামস্ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আজ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি খতিয়ে দেখা হবে।

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত