জামালপুরের মাদারগঞ্জে ৬ বছরের ছেলে শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার বিকেলে পৌরসভার চর চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে অভিযুক্ত রহিম উদ্দিনকে একমাত্র আসামি করে থানায় মামলা করেন।
খবর পেয়ে রাতে মডেল থানার পুলিশ অভিযুক্ত রহিম উদ্দিনকে (৫০) গ্রেপ্তার করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই শিশু গতকাল সোমবার বিকেলে বাড়ির পাশে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। এ সময় অভিযুক্ত প্রতিবেশী রহিম উদ্দিন শিশুটিকে চকলেট দেওয়ার কথা বলে ছাপড়াঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে ঘর থেকে বের করে দিলে শিশুটি কান্নাকাটি করে বাড়িতে চলে যায়। ভুক্তভোগী শিশুর মা কান্নার কারণ জানতে চাইলে পুরো ঘটনা খুলে বলে। পরে তাৎক্ষণিকভাবে থানায় খবর দিলে পুলিশের একটি দল অভিযুক্ত রহিমকে আটক করে।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুল হক জানান, ৬ বছরের শিশুকে ধর্ষণের খবর পেয়ে রাতেই অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা গত রাতেই একটি মামলা করেছেন। অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।