প্রতিনিধি
মেলান্দহ (জামালপুর): জামালপুরের মেলান্দহে খড় শুকাতে গিয়ে বজ্রপাতে তাজেল মণ্ডল (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বীর ঘোষেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ঘোষেরপাড়া ইউপি চেয়ারম্যান ওবায়দুর রহমান বলেন, তাজেল মণ্ডল বাড়ির সামনে খড় শুকাতে মাঠে কাজ করছিলেন। হঠাৎ সন্ধ্যার দিকে বৃষ্টি শুরু হয় এবং বজ্রপাতে আহত হন তিনি। সাথে সাথেই স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি।
মেলান্দহ থানার ওসি এম এম ময়নুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।