হোম > সারা দেশ > জামালপুর

মেলান্দহে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার 

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহ উপজেলায় এক নারীকে (৩২) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. রোকন (৩২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার উপজেলার সাধীবাড়ি এলাকা থেকে মো. রোকনকে গ্রেপ্তার করে মেলান্দহ থানা–পুলিশ।

এ ঘটনায় থানায় ওই নারী বাদী হয়ে মো. রোকন (৩২) ও বেল্লালকে (৩৩) আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত মো. রোকন (১৪ মার্চ) ওই নারীকে রাতে ফোন দিয়ে দেখা করতে বলেন। পরে রাত সাড়ে ৯টার দিকে ওই নারী দেখা করতে গেলে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় এলাকায় জানাজানি হলে ঘটনাটি পারিবারিকভাবে মীমাংসা করার জন্য স্থানীয়রা কয়েকটি সালিস করেন। সালিসে মীমাংসা না হলে ওই নারী এসে থানায় মামলা দায়ের করেন।

এদিকে জামালপুর জেনারেল হাসপাতালে ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

মেলান্দহ থানার ওসি ময়নুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলার আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার আরেক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত