হোম > সারা দেশ > জামালপুর

সরিষাবাড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরকে অপর ট্রাক্টরের ধাক্কা, চালকের সহকারী নিহত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে ট্রাক্টরচাপায় শান্ত মিয়া (১৭) নামের চালকের এক সহকারী নিহত হয়েছেন। আজ শনিবার সকালে পৌরসভার চরবাঙ্গালীপাড়া এলাকার প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উপজেলার ডোয়াইল ইউনিয়নের চর হাটবাড়ী গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে শান্ত মিয়া। ট্রাক্টরে চালকের সহকারী হিসেবে কাজ করতেন। আজ শনিবার সকালে চালক ট্রাক্টরটিকে চরবাঙ্গালীপাড়া এলাকার প্রধান সড়কের একপাশে রেখে চলে যান। শান্ত ওই ট্রাক্টরের সামনে দাঁড়িয়ে চালকের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক্টর এসে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরকে ধাক্কা দেয়। তাতে শান্ত মিয়া দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে শান্ত মিয়ার লাশ উদ্ধার করে। এ ব্যাপারে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন মাস্টার রুহুল আমিন বলেন, চরবাঙ্গালীপাড়া এলাকার প্রধান সড়কে আজ সকালে শান্ত মিয়া নামের একজন ট্রাক্টরচাপায় ঘটনাস্থলেই মারা গেছেন।

এ বিষয়ে জানতে চাইলে সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মুর্শিদ আলম সাংবাদিকদের বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। অভিযোগ পেলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সারের দাবিতে কৃষকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

মেলান্দহে কারখানায় গুলি, ককটেল বিস্ফোরণ

বকশীগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মনোনয়নবঞ্চিত কৃষক দল নেতা যোগ দিলেন ইসলামী আন্দোলনে

ঢাকায় গ্রেপ্তার নেতা-কর্মীদের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা যুবলীগ নেতার

ফেসবুকে সরব আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতারা

বকশীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে গৃহবধূর মৃত্যু

জামালপুরে নদীতে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু, নিখোঁজ ২