হোম > সারা দেশ > জামালপুর

ইসলামপুরে ৩ ছাত্রী নিখোঁজের ঘটনায় ৪ শিক্ষক জেলহাজতে

প্রতিনিধি, ইসলামপুর (জামালপুর)

জামালপুরের ইসলামপুর উপজেলায় দারুত তাকওয়া মহিলা আবাসিক মাদ্রাসা থেকে তিন ছাত্রী নিখোঁজের ঘটনায় মানবপাচারের অভিযোগে মাদ্রাসার চার শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বুধবার ইসলামপুর থানায় ভুক্তভোগী পরিবারের পক্ষে মামলাটি দায়ের করেন নিখোঁজ শিক্ষার্থী মনিরার বাবা মনোয়ার হোসেন। আদালত ওই শিক্ষকদের জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।

মামলায় উল্লেখিত আসামিরা হলেন মাদ্রাসার মুহতামিম শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ঝড়াকুড়া গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে মাওলানা মো. আসাদুজ্জামান (৩৩), সহকারী শিক্ষক পাইকুড়া গ্রামের রোকনুজ্জামান কাজলের মেয়ে মোছা রাবেয়া বেগম (২০), ইসলামপুরের সিরাজাবাদ গ্রামের মজিবর রহমান জোয়াদ্দারের ছেলে ইলিয়াস আহম্মেদ (৩০) এবং দক্ষিণ দরিয়াবাদ গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে মোছা সুকরিয়া (১৯)।

গতকাল মঙ্গলবার ভোর রাতে ছাত্রী নিখোঁজের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার ওই চার শিক্ষককে পুলিশ হেফাজতে নেয়। পুলিশি হেফাজতে থাকা শিক্ষকদের র‍্যাবের একটি দল থানায় জিজ্ঞাসাবাদ করে।

মামলার তদন্ত কর্মকর্তা ইসলামপুর থানার সেকেন্ড অফিসার এসআই মাহমুদুল হাসান মোড়ল বলেন, ‘মানবপাচারের মামলায় ৭ দিনের রিমান্ড চেয়ে চার শিক্ষককে জামালপুর আদালতে হাজির করি। বিচারক জামিন নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।’

থানা সূত্রে জানা যায়, রোববার ভোর রাতে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নে মেজর জেনারেল খালেদ মোশাররফ বীরউত্তম সেতুর পূর্বপাড়ে বাংলা বাজার সভুকুড়া এলাকায় দারুত তাকওয়া মহিলা মাদ্রাসা থেকে দ্বিতীয় শ্রেণির তিন শিক্ষার্থী নিখোঁজ হয়। নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে গত সোমবার বিকেলে মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. আসাদুজ্জামান ইসলামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নিখোঁজ শিক্ষার্থীরা হলো, উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর সরদারপাড়া গ্রামের মাফেজ শেখের মেয়ে মীম আক্তার (৯), সভুকুড়া মোল্লাপাড়া গ্রামের মনোয়ার হোসেনের মেয়ে মনিরা (১১), এবং সভুকুড়া গ্রামের সুরুজ্জামানের মেয়ে সূর্যবানু (১০)। 

সরেজমিনে দেখা যায়, তাকওয়া মহিলা মাদ্রাসাটিতে পাঠদান বন্ধ রয়েছে। ব্রহ্মপুত্র নদেরপাড়ে ইসলামপুর-ঝগড়ারচর বাজার পাকা সড়কে একটি টিনশেড ঘরে মাদ্রাসাটি পরিচালিত হয়ে আসছিল।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজেদুর রহমান জানান, ‘শিক্ষার্থীদের নিখোঁজের ঘটনায় মানবপাচারের মামলায় চার শিক্ষকের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে মামলা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’

পুলিশের ইসলামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সুমন মিয়া জানান, ‘নিখোঁজের ঘটনায় শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক বিরাজ করায় নিরাপত্তাজনিত কারণে মাদ্রাসাটি সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে।’

মামলা ছাড়া পুলিশের হাতে আটক সাবেক ইউপি সদস্য, অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু